www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

নিরব প্রেম

সুর উঠেছে তোমার মনে ; গাইছি আমি গান
সূর্য এবার ভিজবে জলে ; ভাঙবে রিপুর টান ।
তোমার আমার মধ্যখানে ফারাক যোজন দূর
তবু মোদের মনোঘরে বাজছে একি সুর !
তুমি যখন ভিজবে জলে জল পবনের মাঝে
তখন আমি গাইব গান তোমার সুরে লাজে ।
বৈধ মনের প্রেমের মাঝে অবৈধরি সুর
বাঁধা আছে ধর্মে ; বর্মে তবু তুমি হুর ।
আধফালি ঐ চাঁদের মাঝে তোমায় আমি দেখি
প্রেম যে হলো স্বর্ণচূড়া ; ধর্ম হলো মেকি ।
মন যে যখন রিপুর টানে তোমার পানে ছুটে ;
মন সাগরে কত কলির ফুল যে তখন ফুটে ।
ঢাকছ কেন প্রেম যে তুমি অতি যতন করে
কিসের ভয়ে কিসের লাজে যাচ্ছ দূরে সরে ।
সরব কখন হবে তুমি ? মনকে আপন করে ;
সময়ঘড়ি পার হলে যে ফুলটা ঝরে পড়ে ।
অনেক কথার মাঝেও তুমি নিরব হয়ে রবে ,
তোমার আমার মনের কথা জানবে না এই ভবে ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮২৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ৩০/০৯/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • ভালোই লাগল।
  • সূর্য জলে ভিজবে , এধরেনের লাইন দেখে আশা জেগেছিল। কিন্তু কবি নিজে খুব বিভ্রান্ত। বারবার রিপু বলে উল্লেখ করে প্রেমটাকে আহত করেছেন। অন্তমিলের তাগিদে , শব্দের প্রয়োগ কবিতার ভাবকে ক্ষুণ্য করেছে।
  • বেশ ভাল লিখেছেন কবি বন্ধু ।।
 
Quantcast