যদি সোনার বাংলায়
যদি সোনার বাংলায়
সাত সকালে
আকাশপারের রঙধনু
হাসিয়ে ঝরে পড়ে
প্রজাপতির ডানায়।
অবশেষে কি হবে
দিন শেষে আঁধারতলায়
দিগন্ত ছেয়ে আসা সন্ধ্যাবেলায়?
সারাদিন বাংলার জনপদ
হাওর-বাওর ধানক্ষেতের
উপর দিয়ে হেঁটে
সোনার রবি কোমল হাসি দিবে।
শাপলা-শালুক তুলিয়ে দিবে মালায়
দিন শেষে চাঁদের গলায়।
সাত সকালে
আকাশপারের রঙধনু
হাসিয়ে ঝরে পড়ে
প্রজাপতির ডানায়।
অবশেষে কি হবে
দিন শেষে আঁধারতলায়
দিগন্ত ছেয়ে আসা সন্ধ্যাবেলায়?
সারাদিন বাংলার জনপদ
হাওর-বাওর ধানক্ষেতের
উপর দিয়ে হেঁটে
সোনার রবি কোমল হাসি দিবে।
শাপলা-শালুক তুলিয়ে দিবে মালায়
দিন শেষে চাঁদের গলায়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
স্বপন গায়েন ২২/১১/২০১৯ভাল লাগল
-
সাইয়িদ রফিকুল হক ১৮/১০/২০১৯ভালো হয়েছে।
-
স্বপন গায়েন ১৮/১০/২০১৯সু ন্দ র
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ১৭/১০/২০১৯নাইস
-
টি এম আমান উল্লাহ ১৬/১০/২০১৯বেশ!