কে সে
সূর্য এলে আধার পালায়
জোসনা ঝড়ায় চাঁদ,
মাথার উপর খুঁটি ছাড়া
নীল আকাশের ছাদ।
তারকারা সাজায় গগণ
নিজের পথেই থাকে,
জোয়ার ভাঁটা চলছে ঠিকই
চাঁদ বুড়িটার ডাকে।
গোলাপ আজও বিলায় সুবাস
ভ্রমর অলিও আসে,
নিয়ম মেনে শীতল পরশ
বুলায় যে বাতাসে।
নিয়মের এই শিকলখানা
এমনি কি আর চলে,
তোমার হূদে খুজলে পাবে
কার কথা সে বলে।
জোসনা ঝড়ায় চাঁদ,
মাথার উপর খুঁটি ছাড়া
নীল আকাশের ছাদ।
তারকারা সাজায় গগণ
নিজের পথেই থাকে,
জোয়ার ভাঁটা চলছে ঠিকই
চাঁদ বুড়িটার ডাকে।
গোলাপ আজও বিলায় সুবাস
ভ্রমর অলিও আসে,
নিয়ম মেনে শীতল পরশ
বুলায় যে বাতাসে।
নিয়মের এই শিকলখানা
এমনি কি আর চলে,
তোমার হূদে খুজলে পাবে
কার কথা সে বলে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রিফাহ্ তাসনিয়া ২৫ ১৬/১২/২০১৩দারুন।
-
אולי כולנו טועים ১৪/১২/২০১৩দারুন লিখেছেন l
-
ইসমাত ইয়াসমিন ১৪/১২/২০১৩ভাল লাগল পড়ে। শুভকামনা রইল।
-
সুবীর কাস্মীর পেরেরা ১৩/১২/২০১৩খুব ভাল লাগেছে
-
আতিক রহমান ১৩/১২/২০১৩" নিয়মের এই শিকলখানা,
এমনি কি আর চলে ?
তোমার হৃদে খুজলে পাবে,
কার কথা সে বলে।",......... বেশ লাগলো। তবে ভালবাসায় কেন যেন এক পক্ষ সবসময় খেয়ালিই থাকে।