লুকানো ধন
যদিও সময় ডিঙ্গি
বয়ে যায় ধীরে,
অতীতকে পাবে না
আর কভু ফিরে।
খেলায় না ডুব দিয়ে
হলে রে সজাগ,
সুবাস মোহিত হয়
জীবনের এ বাগ।
সময় ও নদীর স্রোত
বসে কি থাকে,
সফল যে হতে চায়
খোঁজ সদা রাখে।
মহা মনীষী আর
যত গুণীজন,
সময়কে অপচয়
করেছে কখন।
সময় লুকানো ধন
করো না হেলা,
সফর শেষে খালি
থাকবে যে ভেলা
বয়ে যায় ধীরে,
অতীতকে পাবে না
আর কভু ফিরে।
খেলায় না ডুব দিয়ে
হলে রে সজাগ,
সুবাস মোহিত হয়
জীবনের এ বাগ।
সময় ও নদীর স্রোত
বসে কি থাকে,
সফল যে হতে চায়
খোঁজ সদা রাখে।
মহা মনীষী আর
যত গুণীজন,
সময়কে অপচয়
করেছে কখন।
সময় লুকানো ধন
করো না হেলা,
সফর শেষে খালি
থাকবে যে ভেলা
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
אולי כולנו טועים ১৪/১২/২০১৩দারুন লিখেছেন l
-
Înšigniã Āvî ১৩/১২/২০১৩বাহ...
-
পল্লব ১২/১২/২০১৩সুন্দর লিখেছেন। "সুবাস মোহিত হয়"-এর পরিবর্তে "সুবাসে মোহিত হয়" দিলে মনে হয় ভাবটা আরও ঠিকমতো প্রকাশ পেতো...