স্বপ্নের শেষ
জীবন পথে চলতে আসে দুঃখ-বেদনা,কষ্ট-যাতনা।এ দুঃখ-কষ্ট শারিরিক বা মানসিক অর্থ্যাৎ অন্তরেও হতে পারে।তবে শরীরের কষ্ট কোন একসময় শেষ হয়।সে কথা আর মনেই থাকে না।কিন্তু যে অন্তরে একবার ব্যথা লাগে,তা মৃত্যু পর্যন্ত ভোলা যায় না।আর তাইতো মনিষীগণের কথা (হয়তো)"মন ভাঙা আর মসজিদ ভাঙা এক"।আশেপাশের মানুষ মনের মায়ায় জড়িয়ে যায়।এ জড়ানো থেকে কেউ ছুটতে পারে না।হঠাৎ কিভাবে যে মনের সঙ্গে মনের মায়াবী বন্ধন তৈরি হয় কেউ বুঝতে পারে না।সে জন্য কারো মন নিয়ে খেলা করতে নেই।হতে পারে সে বাস্তবেই মায়ায় বেধে গেছে।যেন আকাশ থেকে রশি দিয়ে ঝুলে আছে।ঐ রশি কেটে দিলে যেমন পড়ে যাওয়া ছাড়া অন্য কোন পথ নেই।তেমনি মনের বন্ধন যদি ছিড়ে যায় তবে স্বাভাবিক জীবনও স্তব্ধ হয়ে যায়।অনেক সময় তাতেই চলে আসে চিরবিদায়ের ডাক।সে ডাকে সাড়া দেয় অনায়াসেই।আর পিছনে ফেরার সময় থাকে না।শেষ হয় সব স্বপ্ন।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
אולי כולנו טועים ১৪/১২/২০১৩বরাবরের মতই খুব সুন্দর লিখেছেন l