হাসি
হাসি;কতকিছু লুকিয়ে থাকে এতে।দু'ঠোটের সাথে,চেহারা যেন এক সুপ্ত জিনিসের ঈঙ্গিত দেয়।যা কেড়ে নেয় মনশিল্পীর দিল।মুগ্ধ করে দেয় নয়ন-ওয়ালাদের আলোক চক্ষু।হূদয়ের বীণায় সুমধুর সুর তোলে অপূর্ব ছন্দে।কী যে মধু! ভুলিয়ে দেয় দুঃখ-বেদনা,কষ্ট ও যাতনা।দূর থেকে দূরে সুখের ভেলায় ঘুরিয়ে আনে।একটু আগেও যে পুত্রশোকে ব্যথিত ছিল,হঠাৎ সে আধার কোথায় হারিয়ে গেল মুচকি হাসিতে।আর যেন ছড়ালো মন মাতানো সুবাস।পূর্ণ প্রস্ফুটিত হলো একটি সদ্য বিকশিত গোলাব,যার দু'টি পাপড়ি একসঙ্গে লেগেছিল।কী অপূর্ব সে মানযার!কলম কি সে দৃশ্য ফুটিয়ে তুলতে পারবে? কী মন্ত্র আছে ওতে।কেউ বলতে পারো আমায়?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
אולי כולנו טועים ০৯/১২/২০১৩valo laglo besh.