কান্না
কান্না;দু'চোখ থেকে অশ্রু ঝরে।কেন? কি তার মহত্ব?মনে দুঃখ,কষ্ট,আঘাত যখন থাকে ;তখন বুকে যেন ভারি বোঝা।এ ভারত্বকে হালকা করতে চোখ ঝরায় নোনাজল।সমুদ্রের নোনাপানি যেমন ভূপৃষ্ঠের সবময়লা শেষ করে পৃথিবীকে পরিষ্কার করে;তেমনি চোখ অশ্রু ঝরিয়ে, দুঃখ দূর করে ,এনে দেয় স্বস্তি।এ কান্না কখনো হয় দুঃখ-কষ্টের কারণে,আর কখনো বেশি খুশিতে।সন্তান দূরে কোথায় চলে গেছে জানা নেই।বেদনায় বুক ফেটে যায়।চোখ থেকে ঝরে অশ্রুমালা।এ কান্না বুক হালকা করে।আনে একটু স্বস্তির ঘ্রাণ।সেই সন্তান হঠাৎ ফিরে আসলে বুকে জড়িয়ে ধরে।তখনো চোখ থেকে ঝরে নোনাজল।খুশিতে বুক ভরে যায়।যেন আকাশের চাঁদ ধরা দিয়েছে।আর জোসনা দু'হাতে মেখে নিয়েছে।তার খুশিতে মনে আনন্দের ঢেউ তুলেছে।সে ঢেউয়ের পানি ছিটকে পড়ছে মুখমণ্ডলের কূলে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
אולי כולנו טועים ০৮/১২/২০১৩besh.
-
Înšigniã Āvî ০৭/১২/২০১৩অসাধারণ..