হবে কি
মনে মনে স্বপ্নের জাল বুনি রোজ
বাস্তবে দেখি তার নেই কোন খোঁজ।
যার ভাবনাতে আমি খুজে পাই সুখ
তার থেকে অবশেষে আসে বড় দুখ।
পরকে আপন ভেবে যাই আমি তবু
আপন ভেবে কেউ ব্যথা পেলে কভু।
যদিও ভাঙুক সে ঘরটা আমার
তার ভাঙা ঘরখানি তুলি যে আবার।
দুঃখ আমায় দিয়ে সুখ যদি পায়
করবো বরণ তা হাসি মুখে গায়।
সুখ চেয়ে পাই দুখ ভাগ্যে আমার
তবুও স্বপ্ন দেখি ঘরটা বাধার।
বাস্তবে দেখি তার নেই কোন খোঁজ।
যার ভাবনাতে আমি খুজে পাই সুখ
তার থেকে অবশেষে আসে বড় দুখ।
পরকে আপন ভেবে যাই আমি তবু
আপন ভেবে কেউ ব্যথা পেলে কভু।
যদিও ভাঙুক সে ঘরটা আমার
তার ভাঙা ঘরখানি তুলি যে আবার।
দুঃখ আমায় দিয়ে সুখ যদি পায়
করবো বরণ তা হাসি মুখে গায়।
সুখ চেয়ে পাই দুখ ভাগ্যে আমার
তবুও স্বপ্ন দেখি ঘরটা বাধার।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।