রূপসী মেয়ে
বারবার মনে প্রশ্ন জাগে পাই না তার জবাব
আসবে কবে আদর্শপ্রেম কিসের আর অভাব।
চোর গুণ্ডা চাঁদাবাজ খুনি লুটেরারা আর
ভুরিভুরি মিলে সন্ত্রাসী ও বাটপার।
মিথ্যাই জয়ী সত্যের চেপে ধরা টুটি
দূর্নীতির খোলাদ্বার সততাকে দিয়ে ছুটি।
একটা-দুটা নয় অগণিত আজ মীরজাফর
হিতাকাংখি কেউ দিয়ে দেয় তাই ট্রানজিট-করিডোর।
চলে হরতাল গাড়ি ভাংচুর নীরিহেরও প্রাণলুটে
তবু বারবার ওদেরই বুলিতে জনসেবার খই ফুটে।
সম্ভ্রমলুটেরার অভয়ারণ্য নারীরা ভয়ে ভীত
ভাবনা কেন এতো দেশের বীরছেলেদের রক্তেই অর্জিত।
তবুও তোমার মুখ কেন ভার সাড়ে তিনযুগেই এতো পেয়ে
আর কতচাও স্বাধীনতা পেতে রূপসী বাংলামেয়ে।
আসবে কবে আদর্শপ্রেম কিসের আর অভাব।
চোর গুণ্ডা চাঁদাবাজ খুনি লুটেরারা আর
ভুরিভুরি মিলে সন্ত্রাসী ও বাটপার।
মিথ্যাই জয়ী সত্যের চেপে ধরা টুটি
দূর্নীতির খোলাদ্বার সততাকে দিয়ে ছুটি।
একটা-দুটা নয় অগণিত আজ মীরজাফর
হিতাকাংখি কেউ দিয়ে দেয় তাই ট্রানজিট-করিডোর।
চলে হরতাল গাড়ি ভাংচুর নীরিহেরও প্রাণলুটে
তবু বারবার ওদেরই বুলিতে জনসেবার খই ফুটে।
সম্ভ্রমলুটেরার অভয়ারণ্য নারীরা ভয়ে ভীত
ভাবনা কেন এতো দেশের বীরছেলেদের রক্তেই অর্জিত।
তবুও তোমার মুখ কেন ভার সাড়ে তিনযুগেই এতো পেয়ে
আর কতচাও স্বাধীনতা পেতে রূপসী বাংলামেয়ে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
প্রসেনজিৎ মজুমদার ০৪/১২/২০১৩খুব ভাল