মনকাড়া দেশ
সবুজ শ্যামল ছোট্টদেশে
সব কেড়ে নেয় মন,
ধান সোনালি পাখ-পাখালি
পাহাড় নদী বন।
ভোরের রবি পূব আকাশে
ঝলমলিয়ে ওঠে,
গোলাপ টগর শাপলা বেলি
ফুল যে কত ফোটে।
কবি নজরুল রবীঠাকুর
যার গেয়েছেন গান,
চিত্রিত হয় আজো তারই
গল্প উপাখ্যান।।
সব কেড়ে নেয় মন,
ধান সোনালি পাখ-পাখালি
পাহাড় নদী বন।
ভোরের রবি পূব আকাশে
ঝলমলিয়ে ওঠে,
গোলাপ টগর শাপলা বেলি
ফুল যে কত ফোটে।
কবি নজরুল রবীঠাকুর
যার গেয়েছেন গান,
চিত্রিত হয় আজো তারই
গল্প উপাখ্যান।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।