আর কত
স্বাধীনতার বীজটি রুয়ে
নমাস সেঁচে রক্ত,
অংকুরটি বেরিয়ে আসে
ভেঙ্গে খোলস শক্ত।
দিন মাস আর বছর ঘুরে
বাড়তে থাকে চারা,
ছায়া ও তার ফলের আশায়
বয় যে ফল্গুধারা।
তিনযুগ শেষ ফলের আশা
শুধু ডুমুর ফুল,
রক্তসেচা জাতির তবু
ভাঙলো নাতো ভুল।
নমাস সেঁচে রক্ত,
অংকুরটি বেরিয়ে আসে
ভেঙ্গে খোলস শক্ত।
দিন মাস আর বছর ঘুরে
বাড়তে থাকে চারা,
ছায়া ও তার ফলের আশায়
বয় যে ফল্গুধারা।
তিনযুগ শেষ ফলের আশা
শুধু ডুমুর ফুল,
রক্তসেচা জাতির তবু
ভাঙলো নাতো ভুল।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সায়েম খান ১৭/১১/২০১৩ধন্যবাদ চমৎকার কবিতার জন্য। আমার ব্লগে দাওয়াত রইলো।