আলোর ফুল সাহিত্যমেলা
আ- আলোর কলি হূদয়পটে
নতুন ভোরের রবি,
লো- লোপ করে দেয় উদয়টা যার
আঁধার ধরার ছবি।
র- রত্নদামি ঝিনুক পেটের
সাগর সেঁচে তুলবে,
ফু- ফুলের মত ঘ্রাণ ছড়াতে
পাপড়ি মনের খুলবে।
ল- লক্ষ্য দেশের অগ্রগতি
বিশ্বে উঁচু শিরটা,
সা- সাহিত্য আর সংস্কৃতিতে
গড়তে আপন নীড়টা।
হি- হিমসিম খাওয়া অর্থনীতিও
কলম খোঁচায় ফুটবে,
ত্য- ত্যক্ত হবে লজ্জাতিলক
কীর্তি নতুন জুটবে।
মে- মেলতে তোমার স্বপ্নডানা
এসো আলোর ফুলে,
লা- লাখো বাধায় বাধ দিলেও
বাঁধনটা দাও খুলে।
নতুন ভোরের রবি,
লো- লোপ করে দেয় উদয়টা যার
আঁধার ধরার ছবি।
র- রত্নদামি ঝিনুক পেটের
সাগর সেঁচে তুলবে,
ফু- ফুলের মত ঘ্রাণ ছড়াতে
পাপড়ি মনের খুলবে।
ল- লক্ষ্য দেশের অগ্রগতি
বিশ্বে উঁচু শিরটা,
সা- সাহিত্য আর সংস্কৃতিতে
গড়তে আপন নীড়টা।
হি- হিমসিম খাওয়া অর্থনীতিও
কলম খোঁচায় ফুটবে,
ত্য- ত্যক্ত হবে লজ্জাতিলক
কীর্তি নতুন জুটবে।
মে- মেলতে তোমার স্বপ্নডানা
এসো আলোর ফুলে,
লা- লাখো বাধায় বাধ দিলেও
বাঁধনটা দাও খুলে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Înšigniã Āvî ১৪/১১/২০১৩
-
প্রবাসী পাঠক ১৩/১১/২০১৩চমৎকার কবিতা। লেখার আইডিয়াটা ভাল লাগল।
khub daarun
khub notun