এক টুকরো জমি-৩
আর কেউ সামনে আসে না। কারণ ওরা ধনী, অপরাধ বা এক্সিডেন্ট যাই হোক ব্যাপার না।টাকায় সব ঢেকে দেয়।পড়ে যায় রেজার বাবা। কিন্তু প্রতিপক্ষের একজনও আহত হয়। সেই ছুটে সবার আগে গ্রামে আর লোকদের বুঝায় ঘটনার উল্টা। বলে ওদের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছি।ঘটনার সূত্রপাত আরো গভীর থেকে। রেজার দাদার ৪জন স্ত্রী।রেজার দাদি ২য়।বড় দাদির ছেলেদের সাথে সেঝদাদির ছেলেদের একটু মনমালিন্য। এর ও এক পৃথক ঘটনা।বড়দাদির বড় ছেলে বিয়ে করে এক সম্ভ্রান্ত পরিবারে।কিছুদিন পর সেঝদাদির বড় ছেলে বিয়ে করে বড় ভাইয়ের শালীকে।শুরু হয় হিংসা।দাদা মারা যাবার সময় জমি ভাগ করে দিয়ে যায়।তাতে সন্তুষ্ট হতে পারেনা বড়পক্ষ।যেহেতু রেজাদের সাথে সেঝপক্ষের গলায় গলায় মিল আর বড়পক্ষের সাথে একটু কম। বিলের ঐ ঘটনার মূল পরামর্শদাতা বড়পক্ষের বড়ভাই।অথচ তার কোন সরাসরি ভূমিকা দেখা যায়নি।আড়ালে থেকে যায়। যখন শুনে রেজার বাবা মারা গেছে,তখন মিমাংসা করতে সবার আগে ১০কাঠা জমি লেখে দেয়।অন্য ভাইরাও তেমন করে।অথচ যে জমি নিয়ে ঘটনা তার পরিমাণ (চলবে)
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Înšigniã Āvî ৩০/০৯/২০১৩বাস্তব....
-
সহিদুল হক ৩০/০৯/২০১৩গল্পটা আগ্রহ ধরে রাখে।
-
ইব্রাহীম রাসেল ২৯/০৯/২০১৩ছোট গল্পগুলোর থেমে থেমে চলা অাসলে ভালো লাগেনা-পুরোটাই একবারে দিন
-
ডাঃ প্রবীর আচার্য নয়ন ২৯/০৯/২০১৩টাকায় কি না হয়, ক্ষমতার অপব্যবহার, সততার অসহায়ত্ব ক্রমশ ফুটে উঠছে। দারুণ লাগছে বাস্তবতার স্বাদ পাচ্ছি