পরিবেশের প্রাণ
সবুজ পাতা রোদের ছাতা
তাপ লাগে না গায়,
ক্লান্ত পথিক শান্তি খুজে
গাছগাছালির ছায়।
জীব জানোয়ার নিত্যদিনের
আহার খুজে পায়,
বিষের কণা গ্রহণ করে
সবাইকে বাঁচায়।
উপকারি বন্ধু সে গাছ
ছড়ায় সজীব ঘ্রাণ,
বৃথাই লুটে লাভ কি বল
পরিবেশের প্রাণ।
তারচেয়ে এস গাছ লাগিয়ে
সাজাই বাসস্থান,
মৃত্যু পরেও কীর্তি রবে
স্মৃতিতে অম্লান।
তাপ লাগে না গায়,
ক্লান্ত পথিক শান্তি খুজে
গাছগাছালির ছায়।
জীব জানোয়ার নিত্যদিনের
আহার খুজে পায়,
বিষের কণা গ্রহণ করে
সবাইকে বাঁচায়।
উপকারি বন্ধু সে গাছ
ছড়ায় সজীব ঘ্রাণ,
বৃথাই লুটে লাভ কি বল
পরিবেশের প্রাণ।
তারচেয়ে এস গাছ লাগিয়ে
সাজাই বাসস্থান,
মৃত্যু পরেও কীর্তি রবে
স্মৃতিতে অম্লান।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Înšigniã Āvî ২৬/০৯/২০১৩
-
ইব্রাহীম রাসেল ২৬/০৯/২০১৩দাড়ি কমা নাই
কেমন কাব্য ভাই
চরণে চরণে কোনো ভেদ নাই?
প্লিস একটু কবিতার আকারে লিখুন