এক টুকরো জমি
রেজা ড্রাইভিং সিটে বসা। কিন্তু তার খেয়াল নেই গাড়ির কথা। তাকিয়ে আছে সামনে। একটি ছোট্ট ছেলে ছুটাছুটি করছে। হঠাত্ পড়ে গেল।ছুটে আসলো তার বাবা। জড়িয়ে ধরলো বুকে। দুগালে চুমু দিয়ে বলছে, কিছু হয়নি বাবা আমি আছি না। রেজা ও তার কষ্টের ঝাঁপি খুললো। যদিও মন চায় না। তবু খোলা হয়ে যায় মনের অজান্তেই। কত আনন্দে ভরা ছিল ছোটবেলা। কিভাবে কি হয়ে গেল। তখন সে ইন্টার সেকেন্ড ইয়ারে পড়তো। স্বপ্ন ছিল পড়া শেষে চাকরি করে বাবাকে একটু অবসর দিবে। বোর্ডিং এ ছিল সে। খবর এলো বাবা খুব অসুস্থ। তাড়াতাড়ি যেতে হবে। বেড়িয়ে পড়লো জলদি। বাড়ির কাছে আসতেই দেখলো অনেক লোক । ভেতর থেকে কান্নার আওয়াজ আসছে। বুকে কেউ হাতুড়ি পেটাতে শুরু করলো। দৌড়ে ঢুকলো বাড়িতে।হ্যাঁ বাবাই তো শুয়ে মাটিতে। গাড়ি এসেছে হাসপাতালে নিবে। (চলবে)
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ইব্রাহীম রাসেল ২৮/০৯/২০১৩--ভালো ভীষণ--
-
সালমান মাহফুজ ২৬/০৯/২০১৩আমার বোধ হয় আরেকটু বড় পর্বটা দিলে ভালো হত । বাক্য গঠনের স্টাইল বেশ ভালো । বাকী অংশের অপেক্ষায় ।
-
Înšigniã Āvî ২৬/০৯/২০১৩বাকীর অপেক্ষায়
-
ভূপতি চক্রবর্তী জনি ২৬/০৯/২০১৩বাকিটাও দিয়েন