বিজয় স্মৃতি
সবুজ ঘাসে রক্তকণা,
বিজয় ভোরের রবি;
তার কিরণে বিশ্ব চিনে,
স্বাধীন দেশের ছবি।
মায়ের সবুজ শাড়ির মাঝে,
বিজয় রবি এঁকে;
মুক্তহাওয়ায় উড়ছে এখন,
জাতির স্বপন মেখে।
বীর বাঙালির গৌরব স্মৃতি,
রাখতে সে ভাস্বর;
স্বর্ণাক্ষরে তাই লিখেছে,
ষোলই ডিসেম্বর।
বিজয় ভোরের রবি;
তার কিরণে বিশ্ব চিনে,
স্বাধীন দেশের ছবি।
মায়ের সবুজ শাড়ির মাঝে,
বিজয় রবি এঁকে;
মুক্তহাওয়ায় উড়ছে এখন,
জাতির স্বপন মেখে।
বীর বাঙালির গৌরব স্মৃতি,
রাখতে সে ভাস্বর;
স্বর্ণাক্ষরে তাই লিখেছে,
ষোলই ডিসেম্বর।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইফুল ইসলাম মোল্লা ২৫/০৯/২০১৩খুবই খাটি। ভাল
-
Înšigniã Āvî ২৫/০৯/২০১৩দুর্দান্ত....
কবিতার আকারে দেখতে পেলে আরও দারুন লাগতো