www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

সুখ ও দুখে

সুখের জোয়ার উঠলে মনে,
হাসি ঠোটে আছড়ে পড়ে;
জমলে আবার কষ্ট পাহাড়,
নোনা পানির ঝরনা ঝরে।
জোয়ার এলে মনমাঝি তার,
স্বপ্নডিঙ্গির দেয় তুলে পাল;
সুখ পাখিটি ছোট্ট প্রজা,
রাজ্য যে তার আকাশ পাতাল।
বুক সাগরের দক্ষ নাবিক,
কষ্টে ভুলে আপন কাজো;
যায় শুকিয়ে গোলাপবদন,
এমন আঁধার হয়না সাঁঝো।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬১৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৪/০৯/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast