জাতীয় ফুল
আমার দেশের খালেবিলে,
পুকুর দিঘি ডোবায় ঝিলে,
নদীর জলে আর;
লাল নীল ও তুষার ধবল,
যায় দেখা যায় শান্তকোমল,
মুখে হাসি তার।
সূর্যিমামার অনেক আগে,
প্রভাতফেরির সাথেই জাগে,
শাপলা নামের ফুল;
তারা ঝিলমিলআকাশখানি,
এই ভূমিতে আনলো টানি,
হয় না যে তার তুল ।
পুকুর দিঘি ডোবায় ঝিলে,
নদীর জলে আর;
লাল নীল ও তুষার ধবল,
যায় দেখা যায় শান্তকোমল,
মুখে হাসি তার।
সূর্যিমামার অনেক আগে,
প্রভাতফেরির সাথেই জাগে,
শাপলা নামের ফুল;
তারা ঝিলমিলআকাশখানি,
এই ভূমিতে আনলো টানি,
হয় না যে তার তুল ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ইব্রাহীম রাসেল ২৪/০৯/২০১৩--কবিতাকে সাঝিয়ে লেখ না কেন, নাকি এমনই তোমার কবিতা?_
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ২৪/০৯/২০১৩ভাই আপনাকে এর আগেও সবাই বলেছে যে লাইন ঠিক করতে হবে।দাড়ি কমা কিছুই ঠিক করেন নাই।যা ইচ্ছা তাই লিখলে তো কবিতা হবে না।অন্যর মন্তব্যের দাম দিন।আশা করি আপনি আরো ভালো লিখতে পারবেন।
-
সহিদুল হক ২৪/০৯/২০১৩কথায় বলে 'পহেলে দর্শনধারি ফির গুণ বিচারি।--পঙক্তি কবিতার মতোই সাজানো উচিত।গদ্য-কবিতা হলেও।
-
Înšigniã Āvî ২৪/০৯/২০১৩ভালই....
কবিতার আকারে আরও একটু স্পেস নিয়ে লিখলে আরও ভাল লাগতো ।