স্বপ্নের পথচলা
কোথাও কি শুনেছ স্বপ্নের কয় ডানা,
কেমনে যে ভেঙ্গে যায় তাও অজানা ?
বলবো যদি হও খরগোশ ছানা,
না বুঝলে হয়ে যাও শিয়ালের নানা ।
যার গায়ে ডোরাদাগ আছে টানাটানা,
থুক্কু দিলাম বাদ এসব বাহানা ।
চারডানা স্বপ্নের কিন্তু কী জানো,
উড়তে আর পারেনা ভাঙ্গলে একখানো । দুইডানা একসাথে বাধা যে থাকে,
যাকে নিয়ে মনে মনে স্বপ্ন আঁকে।
কেমনে যে ভেঙ্গে যায় তাও অজানা ?
বলবো যদি হও খরগোশ ছানা,
না বুঝলে হয়ে যাও শিয়ালের নানা ।
যার গায়ে ডোরাদাগ আছে টানাটানা,
থুক্কু দিলাম বাদ এসব বাহানা ।
চারডানা স্বপ্নের কিন্তু কী জানো,
উড়তে আর পারেনা ভাঙ্গলে একখানো । দুইডানা একসাথে বাধা যে থাকে,
যাকে নিয়ে মনে মনে স্বপ্ন আঁকে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Înšigniã Āvî ২৩/০৯/২০১৩
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ২৩/০৯/২০১৩লাইন বিন্যাস ঠিক করা দরকার।
-
সহিদুল হক ২৩/০৯/২০১৩অসমাপ্ত কবিতা,এখনই মন্তব্য করা ঠিক হবে না। তবে পঙক্তি কবিতার মতোই সাজানো বাঞ্ছনীয়।পহেলে দর্শনধারী ফির গুণ বিচারি।
-
ইব্রাহীম রাসেল ২৩/০৯/২০১৩--কবিতার গঢ়ন এভাবেই কী চলবে--?
তবে কবিতার আকারে আরও স্পেস নিয়ে লিখলে পুরো কবিতাই লাগতো