www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

স্বপ্নের পথচলা

কোথাও কি শুনেছ স্বপ্নের কয় ডানা,
কেমনে যে ভেঙ্গে যায় তাও অজানা ?
বলবো যদি হও খরগোশ ছানা,
না বুঝলে হয়ে যাও শিয়ালের নানা ।
যার গায়ে ডোরাদাগ আছে টানাটানা,
থুক্কু দিলাম বাদ এসব বাহানা ।
চারডানা স্বপ্নের কিন্তু কী জানো,
উড়তে আর পারেনা ভাঙ্গলে একখানো । দুইডানা একসাথে বাধা যে থাকে,
যাকে নিয়ে মনে মনে স্বপ্ন আঁকে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৮৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৩/০৯/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast