আমার কুটির
আমার বাড়ির উঠোন জুড়ে,
সোনালী রোদ এসে;
কষ্ট ব্যথা দেয় ভুলিয়ে,
মুচকি হেসে হেসে ।
চাঁদনি রাতে সেই উঠোনে,
বিছাই শীতলপাটি;
জোসনাভরা দূর আকাশে,
দেখি দুধের বাটি।
উঠোন পাশে আমার কুটির,
গর্বে শির উঠায়ে
চলনবিলের তুলসীগঙ্গা,
নদী তীরের গাঁয়ে ।
সোনালী রোদ এসে;
কষ্ট ব্যথা দেয় ভুলিয়ে,
মুচকি হেসে হেসে ।
চাঁদনি রাতে সেই উঠোনে,
বিছাই শীতলপাটি;
জোসনাভরা দূর আকাশে,
দেখি দুধের বাটি।
উঠোন পাশে আমার কুটির,
গর্বে শির উঠায়ে
চলনবিলের তুলসীগঙ্গা,
নদী তীরের গাঁয়ে ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Înšigniã Āvî ২৪/০৯/২০১৩
কিন্তু কবিতার আকারে সাজিয়ে লিখলে আরও ভালো লাগতো ।