প্রকৃত বন্ধু
চলার পথে বন্ধু হতে
চাইবে কতজন,
তাই বলে কি নিবে ডাকি
সকলকে আপন।
স্বার্থত্যাগি কৃতঞ্জ আর
দুখেও হাতে হাত,
আধার জীবন করে দেবে
জোসনা ভরা রাত।
মিথ্যাবাদী ভীরু কৃপণ
বন্ধু করা ভুল,
জীবনতরী ডুববে তলে
দিতে সে মাশুল।
বন্ধু ছাড়া সামনে বাড়া
বিপদ যে নিশ্চয়,
ভালো কোন বন্ধু নিয়ে
বিশ্ব কর জয়।
চাইবে কতজন,
তাই বলে কি নিবে ডাকি
সকলকে আপন।
স্বার্থত্যাগি কৃতঞ্জ আর
দুখেও হাতে হাত,
আধার জীবন করে দেবে
জোসনা ভরা রাত।
মিথ্যাবাদী ভীরু কৃপণ
বন্ধু করা ভুল,
জীবনতরী ডুববে তলে
দিতে সে মাশুল।
বন্ধু ছাড়া সামনে বাড়া
বিপদ যে নিশ্চয়,
ভালো কোন বন্ধু নিয়ে
বিশ্ব কর জয়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অনিত্য ২৩/০৯/২০১৩কবিতাটি কি আপনার নিজের লেখা? এর প্রথম কিয়েকটি লাইন সম্ভবতঃ ছোটবেলায় পড়েছি।
-
Înšigniã Āvî ২৩/০৯/২০১৩ভালোই
আরও একটু স্পেস নিয়ে লিখলে আরও ভাল লাগতো । -
সাখাওয়াতুল আলম চৌধুরী. ২৩/০৯/২০১৩চেষ্টা করেন অবশ্যই আপনি পারবেন।
-
ইব্রাহীম রাসেল ২৩/০৯/২০১৩--বেশি বেশি কবিতা পড়া চাই--