মেঘ পরীদের অশ্রু
আকাশ কালো মেঘের ভেলায়
গোমরা করা মুখ,
অঝর ধারায় ঝড়িয়ে দেবে
মনের সকল দুখ।
কোন সে দুখে মুখটি কালো
কেনই কাঁদে সে,
দূর আকাশে মেঘ পরীকে
দুঃখ দিলো কে?
মেঘ পরীরা শূন্যে ভেসে
ঘুরে বেড়ায় রোজ,
কে দিলো দুখ তাকেই পেতে
যায় কি করে খোজ?
শুভ্র মেঘের পাখনাগুলো
কে করে দেয় কালো?
আবার ঝিলিক যায় যে দেখা
হঠাৎ কিসের আলো?
মেঘ পরীদের অশ্রু ফোটায়
মুক্তা যেন ঝরে,
জীবন্মৃত সবই আবার
প্রাণের আশা করে।
গোমরা করা মুখ,
অঝর ধারায় ঝড়িয়ে দেবে
মনের সকল দুখ।
কোন সে দুখে মুখটি কালো
কেনই কাঁদে সে,
দূর আকাশে মেঘ পরীকে
দুঃখ দিলো কে?
মেঘ পরীরা শূন্যে ভেসে
ঘুরে বেড়ায় রোজ,
কে দিলো দুখ তাকেই পেতে
যায় কি করে খোজ?
শুভ্র মেঘের পাখনাগুলো
কে করে দেয় কালো?
আবার ঝিলিক যায় যে দেখা
হঠাৎ কিসের আলো?
মেঘ পরীদের অশ্রু ফোটায়
মুক্তা যেন ঝরে,
জীবন্মৃত সবই আবার
প্রাণের আশা করে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অর্ঘ্যদীপ চক্রবর্তী ০৩/১০/২০২৩❤️❤️
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ০১/১০/২০২৩চমৎকার প্রকাশ করেছেন।
-
বোরহানুল ইসলাম লিটন ০১/১০/২০২৩দুঃখ তবু পেতে,
মেঘ পরিদের অশ্রু উঠে
সৃষ্টি সুখে মেতে!
অনন্য সুন্দর কবিতাটি।
আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা জানবেন সতত। -
ফয়জুল মহী ০১/১০/২০২৩চমৎকার লিখন শৈলীতে অনবদ্য প্রকাশ ।
-
আব্দুর রহমান আনসারী ৩০/০৯/২০২৩অনবদ্য