ছোট্ট আমি-৩
গাছ বলে যায় হয় না পাতায়
আমার পরিচয়,
কর্মফলেই নিজকে চেনাও
তেমন বিশ্বময়।
লতায় বলে ছোট্ট হলেও
আমায় করলে হেলা,
অনেক দামী গাছও শেষে
সাঙ্গ জীবন খেলা।
পিপড়া শেখায় কাজের নেশায়
বাঁধ হবে না বাধা,
পিঠ বেকিয়ে বোঝা নিয়ে
শ্রম শেখালো গাধা।
শিখতে যে চায় ঠিক খুঁজে পায়
সবখানে সে আলো,
সেই জ্যোতিতেই দূর করে নেয়
জীবন পথের কালো।
শেষ
আমার পরিচয়,
কর্মফলেই নিজকে চেনাও
তেমন বিশ্বময়।
লতায় বলে ছোট্ট হলেও
আমায় করলে হেলা,
অনেক দামী গাছও শেষে
সাঙ্গ জীবন খেলা।
পিপড়া শেখায় কাজের নেশায়
বাঁধ হবে না বাধা,
পিঠ বেকিয়ে বোঝা নিয়ে
শ্রম শেখালো গাধা।
শিখতে যে চায় ঠিক খুঁজে পায়
সবখানে সে আলো,
সেই জ্যোতিতেই দূর করে নেয়
জীবন পথের কালো।
শেষ
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ০২/১০/২০২৩অসাধারণ লাগল।
-
আব্দুর রহমান আনসারী ৩০/০৯/২০২৩অপরূপ নান্দনিক লেখা
-
অর্ঘ্যদীপ চক্রবর্তী ৩০/০৯/২০২৩🌹
-
বোরহানুল ইসলাম লিটন ৩০/০৯/২০২৩অসাধারণ!
-
ফয়জুল মহী ২৯/০৯/২০২৩চমৎকার লিখন শৈলীতে অনবদ্য প্রকাশ ।