ছোট্ট আমি-২
রাত এসে রোজ যায় দিয়ে খোঁজ
গোপন অনেক কিছু,
লুকিয়ে রেখ একটু শেখো
আর নিও না পিছু।
বৃষ্টি ধারা বাধন হারা
লক্ষ্য ছুঁতে ছুটে,
হাজার মাইল সব বাধাকেে
নেয় যে ঠিকই লুটে।
ছায়ার ডাকে চমকে দেখি
বলছে সাথেই আছি,
কাজ করে যাও সফলতা
থাকবে কাছাকাছি।
মাটির মুখে অবাক কথা
যে চিরে দেয় বুকে,
বিনিময়ে তারেই রেখো
অজনা সব সুখে।
চলবে .........
গোপন অনেক কিছু,
লুকিয়ে রেখ একটু শেখো
আর নিও না পিছু।
বৃষ্টি ধারা বাধন হারা
লক্ষ্য ছুঁতে ছুটে,
হাজার মাইল সব বাধাকেে
নেয় যে ঠিকই লুটে।
ছায়ার ডাকে চমকে দেখি
বলছে সাথেই আছি,
কাজ করে যাও সফলতা
থাকবে কাছাকাছি।
মাটির মুখে অবাক কথা
যে চিরে দেয় বুকে,
বিনিময়ে তারেই রেখো
অজনা সব সুখে।
চলবে .........
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২৯/০৯/২০২৩দুরন্ত লেখা
-
বোরহানুল ইসলাম লিটন ২৮/০৯/২০২৩কর্ম বা কাজ আঁকলে সদা রেখা,
সফলতা আপনা দোরে দেয়ই এসে দেখা। -
ফয়জুল মহী ২৮/০৯/২০২৩অনবদ্য কাব্যিক প্রকাশ। শুভেচ্ছা অন্তহীন।
-
অর্ঘ্যদীপ চক্রবর্তী ২৭/০৯/২০২৩🌹
-
আব্দুর রহমান আনসারী ২৭/০৯/২০২৩ভালো
-
আলমগীর সরকার লিটন ২৭/০৯/২০২৩শুব কামনা জানাই