ছোট্ট আমি
নিজেই অনেক ছোট্ট তবু
মনের গহীন বড়,
তাইতো হৃদয় ছুটে শুধু
জ্ঞানকে করো জড়।
প্রতিক্ষনেই জ্ঞান খুঁজে সে
সামনে সবার থেকে,
সবকিছু তাই জ্ঞান দিয়ে যায়
মিষ্টি ছোঁয়ায় ডেকে।
বাতাস বলে কানে কানে
আমার মতো চলো,
পারবে তুমি হাকিয়ে নিতে
শুভ্র মেঘের দলও।
রোদ ছুঁয়ে গায় আর বলে যায়
শিখো আমার থেকে,
সাজবে সবাই তোমার গুণের
হাজারো রং মেখে।
পূর্ণিমা চাঁদ মিষ্টি হেসেে
আমায় বলে হাসো,
আসবে না আর দুঃখ তোমার
কাছে একটি মাসো।
চলবে ......
মনের গহীন বড়,
তাইতো হৃদয় ছুটে শুধু
জ্ঞানকে করো জড়।
প্রতিক্ষনেই জ্ঞান খুঁজে সে
সামনে সবার থেকে,
সবকিছু তাই জ্ঞান দিয়ে যায়
মিষ্টি ছোঁয়ায় ডেকে।
বাতাস বলে কানে কানে
আমার মতো চলো,
পারবে তুমি হাকিয়ে নিতে
শুভ্র মেঘের দলও।
রোদ ছুঁয়ে গায় আর বলে যায়
শিখো আমার থেকে,
সাজবে সবাই তোমার গুণের
হাজারো রং মেখে।
পূর্ণিমা চাঁদ মিষ্টি হেসেে
আমায় বলে হাসো,
আসবে না আর দুঃখ তোমার
কাছে একটি মাসো।
চলবে ......
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শরিফুল ইসলাম (1990) ০১/১০/২০২৩খুবই সুন্দর লিখনী
-
আব্দুর রহমান আনসারী ২৬/০৯/২০২৩বেশ ভালো
-
বোরহানুল ইসলাম লিটন ২৬/০৯/২০২৩যে জ্ঞান আহরণে ব্রত
প্রকৃতি তার সর্বদা সহায়ক! -
ফয়জুল মহী ২৫/০৯/২০২৩অনন্য সুন্দর লেখা
-
অভিজিৎ হালদার ২৫/০৯/২০২৩ভালো।