বেনামী
নামহীন কতজন নামসহ আরও
জানা থাকে কিবা নেই কারও
পায়ে পায়ে দেখে ধাপ মারো
নয়তো তাও ছেড়ে দিতে পারো।
আহা কত রূপ আর কত যে ছবি
কেউ গায় আঁকে কেউ হয় কেউ কবি
রঙের বাহারি সাজে হেঁটে যায় রবি
চোখে চোখ কত লোক অজনা সবি।
কেউ জানে খুব বেশি আর কেউ কম
গোপনে কেউ থাকে লুকিয়ে এটম
ফাঁকা ফাপা তবুও সে বাজে দমদম
কার কি যে সখ আর কারো বা অহম।
বুঝে উঠা খুবই দায় কখনো সরল
বাহিরে শক্ত আর ভিতরে তরল
পরিপাটি সবকিছু তবুও গরল
ঠিক যেন খাটি আর খুবই শরল।
জানা থাকে কিবা নেই কারও
পায়ে পায়ে দেখে ধাপ মারো
নয়তো তাও ছেড়ে দিতে পারো।
আহা কত রূপ আর কত যে ছবি
কেউ গায় আঁকে কেউ হয় কেউ কবি
রঙের বাহারি সাজে হেঁটে যায় রবি
চোখে চোখ কত লোক অজনা সবি।
কেউ জানে খুব বেশি আর কেউ কম
গোপনে কেউ থাকে লুকিয়ে এটম
ফাঁকা ফাপা তবুও সে বাজে দমদম
কার কি যে সখ আর কারো বা অহম।
বুঝে উঠা খুবই দায় কখনো সরল
বাহিরে শক্ত আর ভিতরে তরল
পরিপাটি সবকিছু তবুও গরল
ঠিক যেন খাটি আর খুবই শরল।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ১২/০৯/২০২৩বেশ তো
-
ফয়জুল মহী ১১/০৯/২০২৩অসম্ভব সুন্দর উপস্থাপন কবি ।
-
সাইয়িদ রফিকুল হক ১০/০৯/২০২৩ভাল।
-
আব্দুর রহমান আনসারী ১০/০৯/২০২৩অনুপম