শেষ
এই পথে হেঁটে হেঁটে
সময় তো গেল কেটে
কখন এসে যাবে ডাক,
চাইবে সবাই মোরে
বাঁধবে মায়ার ডোরে
সময় বলবে শুধু
আর নয় সবই পড়ে থাক।।
কত যে মায়ার স্মৃতি
ভালোবাসা প্রেম প্রীতি
জমবে এসে ঝাঁকে ঝাঁক,
আনবে সুখের পাখি
শান্তি শুধুই মাখি
মোহনীয় সুর বলে
দুখ যে হয়ে গেছে খাক।।
সময় তো গেল কেটে
কখন এসে যাবে ডাক,
চাইবে সবাই মোরে
বাঁধবে মায়ার ডোরে
সময় বলবে শুধু
আর নয় সবই পড়ে থাক।।
কত যে মায়ার স্মৃতি
ভালোবাসা প্রেম প্রীতি
জমবে এসে ঝাঁকে ঝাঁক,
আনবে সুখের পাখি
শান্তি শুধুই মাখি
মোহনীয় সুর বলে
দুখ যে হয়ে গেছে খাক।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
এম এস সজীব ০১/১১/২০১৬অপূর্ব
-
সোলাইমান ২৩/১০/২০১৬অনেক অনেক সুন্দর একটি কবিতা।
-
বিশ্বামিত্র ২০/১০/২০১৬খুব ভাল লাগল।শুভেচ্ছা রইল।
-
স্বপন রোজারিও (মাইকেল) ২০/১০/২০১৬কবিতাটি শেষ হয়ে হইলোনা শেষ
-
মোনালিসা ২০/১০/২০১৬চমতকার
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ২০/১০/২০১৬অসাধারণ! খুব ভালো।
-
রাবেয়া মৌসুমী ১৯/১০/২০১৬মন্দ নয়
-
সভ্যচাষী সপ্তম ১৯/১০/২০১৬সুন্দর