শব্দ চুরি
শব্দ চুরি অনেক কঠিন
আবার অনেক সোজা,
ভাবনা নিজের মন মগজে
চুরির শব্দ গোজা।
অনেক সময় খুব সহজে
যায় খুঁজে তা পাওয়া,
কিছু আছে শূন্যে ভাসে
মিলে তাতে হাওয়া।
শব্দ চুরির গুণ থাকে যার
নিখুঁত রেখার আঁকে,
লেখার মাঝে ভেসে উঠে
শব্দ ফাঁকে ফাঁকে।
কিন্তু কারো লেখায় থাকে
চুরির শব্দ ভরা,
পাঠক পড়ে পায় না মজা
ঠিক পড়ে যায় ধরা।
তাই প্রয়োজন নিপুন হাতে
ছন্দ গড়ার নীতি,
শব্দ সাজে ফুটবে ঠিকই
ভালোবাসা প্রীতি।
আবার অনেক সোজা,
ভাবনা নিজের মন মগজে
চুরির শব্দ গোজা।
অনেক সময় খুব সহজে
যায় খুঁজে তা পাওয়া,
কিছু আছে শূন্যে ভাসে
মিলে তাতে হাওয়া।
শব্দ চুরির গুণ থাকে যার
নিখুঁত রেখার আঁকে,
লেখার মাঝে ভেসে উঠে
শব্দ ফাঁকে ফাঁকে।
কিন্তু কারো লেখায় থাকে
চুরির শব্দ ভরা,
পাঠক পড়ে পায় না মজা
ঠিক পড়ে যায় ধরা।
তাই প্রয়োজন নিপুন হাতে
ছন্দ গড়ার নীতি,
শব্দ সাজে ফুটবে ঠিকই
ভালোবাসা প্রীতি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সোলাইমান ১৯/১২/২০১৬মাঝে মাঝে কিছু কিছু কবিতা হ্রদয়ের গভিরে চলে যায়।। এতা তেমনি একটি কবিতা।
-
এম এস সজীব ০১/১১/২০১৬চমৎকার