স্বপ্ন ও সাধ
তুমি আমার স্বপ্ন ও সাধ
রাত কি বা দিন,
কষ্টে থাকি যখন একাই
তোমায় বিহীন।
হাজার বিপদ ঝড় তুফানে
বুক ভরা বল,
যদি তোমার পরশ করে
দেয় গো শীতল।
ভয় করিনা কোন কিছুই
কি বা কারণ,
সাহস হারা ভেজা বিড়াল
তোমার বারণ।
এমনি যদি আমার পাশে
পাই গো আমি,
ছুটবো ধরায় তোমায় নিয়েে
আর কি থামি।
রাত কি বা দিন,
কষ্টে থাকি যখন একাই
তোমায় বিহীন।
হাজার বিপদ ঝড় তুফানে
বুক ভরা বল,
যদি তোমার পরশ করে
দেয় গো শীতল।
ভয় করিনা কোন কিছুই
কি বা কারণ,
সাহস হারা ভেজা বিড়াল
তোমার বারণ।
এমনি যদি আমার পাশে
পাই গো আমি,
ছুটবো ধরায় তোমায় নিয়েে
আর কি থামি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সোলাইমান ১৯/১২/২০১৬মাঝে মাঝে কিছু কিছু কবিতা হ্রদয়ের গভিরে চলে যায়।। এতা তেমনি একতা কবিতা কবি।
-
মোনালিসা ০১/১১/২০১৬চমতকার
-
অঙ্কুর মজুমদার ০১/১১/২০১৬nice