বন্ধু দিবস পেয়ে
বন্ধু দিবস তাই তো অনেক
চিত্র মনের মাঝে,
স্মৃতির পাতায় যে ছিল খুব
কাছের সকাল সাঁঝে।
একই সাথে পথ চলা আর
সত্য নিয়ে বাঁচা,
ঠিক যেন এক বন্দী পাখি
অন্যজনে খাঁচা।
কেউ তো ছিল ভাই সহোদর
তার থেকেও বেশি,
ভিন্ন বিভাগ তাও ডাকে সে
আমায় বলে দেশি।
অনেক ভালো বন্ধু ছিল
এখন কে কি করে?
পাই না খবর তবুও খুব
জানতে ইচ্ছে করে।
যে যেখানে থাকুক এখন
আমার বন্ধু যারা,
সুস্থ এবং শান্তিতে থাক
সারা জীবন তারা।
শেষ কথাটি সবারই হোক
ঈমানী কালিমা,
আল্লাহ তায়ালার করম যেন
যায় হয়ে মহিমা।
চিত্র মনের মাঝে,
স্মৃতির পাতায় যে ছিল খুব
কাছের সকাল সাঁঝে।
একই সাথে পথ চলা আর
সত্য নিয়ে বাঁচা,
ঠিক যেন এক বন্দী পাখি
অন্যজনে খাঁচা।
কেউ তো ছিল ভাই সহোদর
তার থেকেও বেশি,
ভিন্ন বিভাগ তাও ডাকে সে
আমায় বলে দেশি।
অনেক ভালো বন্ধু ছিল
এখন কে কি করে?
পাই না খবর তবুও খুব
জানতে ইচ্ছে করে।
যে যেখানে থাকুক এখন
আমার বন্ধু যারা,
সুস্থ এবং শান্তিতে থাক
সারা জীবন তারা।
শেষ কথাটি সবারই হোক
ঈমানী কালিমা,
আল্লাহ তায়ালার করম যেন
যায় হয়ে মহিমা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
এস, এম, আরশাদ ইমাম ১০/০৮/২০১৬চলুক চর্চা।
-
স্বপ্নময় স্বপন ১০/০৮/২০১৬সুন্দর লিখেছেন!