টাকই সব
একজনের
ইনবক্সে ২৫৬ টা মেসেজ পরে আছে,
সবার একটাই কথা
পুষ্প তোমার রেজাল্ট কি?
কি রেজাল্ট আশা করছেন?
আমার
থেকে?
:: DMC OR SSMC
Or others????
না ভাই, আপনি হয়তো ভুলে গেছেন,
আমি কষ্ট করে
এক্সাম দিছি, বাবার টাকা দিয়ে
প্রশ্ন কিনে না,, DMC
SSMC PUBLIC MEDICAL এর মত উচ্চ
জায়গায় আমার
মত ছোট খাটো মেধাবী কে
শোভা
পায় না,, হ্যাঁ, অবশেষে
আমি হেরে গেলাম ১৭৪ পেয়ে,
Rank :
৪৩৯৫।
চান্স পাইলাম না স্বপ্নের
জায়গায়,, যার জন্য আমি ১
বছর চার মাস নষ্ট করেছিলাম,, বেশী
কিছু না স্বপ্ন
দেখিছিলাম শুধু ডাক্তার হবো অই
স্বপ্নটুকু তারা আমার
থেকে কেড়ে নিল, কষ্ট আমি কম করি
নাই, এক মেয়ে যখন
জানতে পারে এক্সামের আগে তার
শরীরের এক গুরুত্বপূর্ণ অঙ্গ কিডনীতে
পাথর অপারেশন করা লাগবে,
দেরীতে
করলে সমস্যা হবে তবুও মেয়েটি
চিকিৎসা করায় না, শুধু মাত্র
প্রিপারেশন নিতে সমস্যা হবে বলে,
ওজন ৩৭
কেজিতে নেমে আসছিল,,,
হ্যাঁ ভাই হ্যাঁ আমি এতটাই
ডিটারমাইন্ড ছিলাম, এখন কত্তটা
কষ্ট পাচ্ছি তা হাজার শব্দ দিয়েও
বুঝাতে পারব
না কিন্তু তারা আমার থেকে আমার
স্বপ্ন, জীবন সব কেড়ে
নিল, আর জীবনে কোন জিনিষের জন্য
২য় বার চেষ্টা
করব না,
হয়তো বা আর কোনদিন ফেসবুকের
প্রোফাইল চেনঞ্জ করে
লিখা হবে না Studied at...... যে
দেশে
মেধার মুল্যায়ন
করতে পারে না অইদেশের কোথাও
পড়ার ইচ্ছে নাই....
আল্লাহ তুমি দেখছো ওরা আমাকে
আমার স্বপ্ন কে মেরে
ফেলছে,, তুমি সবচেয়ে বড় বিচারক, আমি
এর বিচার চাই
আমার কি দোষ ছিল??? আমি সৎ ভাবে
এক্সাম দিয়েছি
এটা?
ইনবক্সে ২৫৬ টা মেসেজ পরে আছে,
সবার একটাই কথা
পুষ্প তোমার রেজাল্ট কি?
কি রেজাল্ট আশা করছেন?
আমার
থেকে?
:: DMC OR SSMC
Or others????
না ভাই, আপনি হয়তো ভুলে গেছেন,
আমি কষ্ট করে
এক্সাম দিছি, বাবার টাকা দিয়ে
প্রশ্ন কিনে না,, DMC
SSMC PUBLIC MEDICAL এর মত উচ্চ
জায়গায় আমার
মত ছোট খাটো মেধাবী কে
শোভা
পায় না,, হ্যাঁ, অবশেষে
আমি হেরে গেলাম ১৭৪ পেয়ে,
Rank :
৪৩৯৫।
চান্স পাইলাম না স্বপ্নের
জায়গায়,, যার জন্য আমি ১
বছর চার মাস নষ্ট করেছিলাম,, বেশী
কিছু না স্বপ্ন
দেখিছিলাম শুধু ডাক্তার হবো অই
স্বপ্নটুকু তারা আমার
থেকে কেড়ে নিল, কষ্ট আমি কম করি
নাই, এক মেয়ে যখন
জানতে পারে এক্সামের আগে তার
শরীরের এক গুরুত্বপূর্ণ অঙ্গ কিডনীতে
পাথর অপারেশন করা লাগবে,
দেরীতে
করলে সমস্যা হবে তবুও মেয়েটি
চিকিৎসা করায় না, শুধু মাত্র
প্রিপারেশন নিতে সমস্যা হবে বলে,
ওজন ৩৭
কেজিতে নেমে আসছিল,,,
হ্যাঁ ভাই হ্যাঁ আমি এতটাই
ডিটারমাইন্ড ছিলাম, এখন কত্তটা
কষ্ট পাচ্ছি তা হাজার শব্দ দিয়েও
বুঝাতে পারব
না কিন্তু তারা আমার থেকে আমার
স্বপ্ন, জীবন সব কেড়ে
নিল, আর জীবনে কোন জিনিষের জন্য
২য় বার চেষ্টা
করব না,
হয়তো বা আর কোনদিন ফেসবুকের
প্রোফাইল চেনঞ্জ করে
লিখা হবে না Studied at...... যে
দেশে
মেধার মুল্যায়ন
করতে পারে না অইদেশের কোথাও
পড়ার ইচ্ছে নাই....
আল্লাহ তুমি দেখছো ওরা আমাকে
আমার স্বপ্ন কে মেরে
ফেলছে,, তুমি সবচেয়ে বড় বিচারক, আমি
এর বিচার চাই
আমার কি দোষ ছিল??? আমি সৎ ভাবে
এক্সাম দিয়েছি
এটা?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সমরেশ সুবোধ পড়্যা ২৯/০৯/২০১৫হৃদয়স্পর্শী লেখনি। অনেক শুভেচ্ছা রইল।
-
কিশোর কারুণিক ২৬/০৯/২০১৫বেশ
-
নূরুজ্জামান নাঈম ২৫/০৯/২০১৫পড়ে ভাল লাগল। ভবের বাজারে নায্য মুল্যে বিক্রয় হয় না তবে চড়া দামে ক্রয় করতে হয়।