বিশ্বে সেরা
দুই সতীনের ঝগড়া চলে
কে কাকে শেষ কী যে বলে
দূর থেকে তাই সারা,
থাকলে কাছে কেমন জানি
ছিড়তো কি চুল দুজন টানি
থাকতো চেয়ে কারা।
আম জনতার ভর করে কাঁধ
মিটায় মনের সবগুলো সাধ
দুজন মহারানী,
ক্ষমতার ঐ গদির যে লোভ
কতভাবে তাই ঝাড়ে ক্ষোভ
জনতার হয়রানি।
কেউ বলে দেশ বাবার গড়া
কেউবা স্বামীর হাতে ধরা
ভাগ পেয়েছে শেষে,
চাটুকারের দল যে কিছু
চলে সদাই ওদের পিছু
উচ্ছিষ্ট চায় ঘেষে।
আমরা তো নই পড়শি সবে
দেশ মাতারই অংশ যবে
সব শরীরেই আছে,
দুই সতীনের মুখ বেঁধে দাও
চেয়ার থেকে ওদের হটাও
শক্তি সবার কাছে।
বাংলা মায়ের সন্তানেরা
বিশ্ব মাঝে তোমরা সেরা
কীর্তি অনেক গাঁথা,
ভয় পেয়ে তো যায়নি পিছে
এখন কিসব ভাবছো মিছে
যাক না চলে মাথা।
কে কাকে শেষ কী যে বলে
দূর থেকে তাই সারা,
থাকলে কাছে কেমন জানি
ছিড়তো কি চুল দুজন টানি
থাকতো চেয়ে কারা।
আম জনতার ভর করে কাঁধ
মিটায় মনের সবগুলো সাধ
দুজন মহারানী,
ক্ষমতার ঐ গদির যে লোভ
কতভাবে তাই ঝাড়ে ক্ষোভ
জনতার হয়রানি।
কেউ বলে দেশ বাবার গড়া
কেউবা স্বামীর হাতে ধরা
ভাগ পেয়েছে শেষে,
চাটুকারের দল যে কিছু
চলে সদাই ওদের পিছু
উচ্ছিষ্ট চায় ঘেষে।
আমরা তো নই পড়শি সবে
দেশ মাতারই অংশ যবে
সব শরীরেই আছে,
দুই সতীনের মুখ বেঁধে দাও
চেয়ার থেকে ওদের হটাও
শক্তি সবার কাছে।
বাংলা মায়ের সন্তানেরা
বিশ্ব মাঝে তোমরা সেরা
কীর্তি অনেক গাঁথা,
ভয় পেয়ে তো যায়নি পিছে
এখন কিসব ভাবছো মিছে
যাক না চলে মাথা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সবুজ আহমেদ কক্স ১৭/০১/২০১৫kobi valo laglo @ aro aro chi
-
অনিরুদ্ধ বুলবুল ১২/০১/২০১৫বাহ্ কবি, দুর্দান্ত বলেছেন। যথার্থ ক্ষোভ ঝেড়েছেন। সময়োপযোগী লেখা। বেশ হয়েছে। ধন্যবাদ।
-
অ ১২/০১/২০১৫বেশ ভালো প্রয়াস ।
শুভেচ্ছা ।