আমার উমিদ
বিয়োগ ব্যথায় সবাই কাঁদে
পায় ফিরে কেউ ক্ষণিক বাদে
কেউ ফিরে পায় না,
মনটা আমার চায়গো যাকে
তার স্মৃতি রোজ চুপটি ডাকে
হারাতে চায় না।
যে থাকে রোজ মনটা জুড়ি
ভুলে কি তার স্মৃতির ঝুড়ি
গোপন রাখা যায়,
দিন কিবা মাস কিংবা বছর
নাই সে পড়ুক একটি নজর
চোখের কিনারায়।
সে তো থাকে মনের ঘরে
শুধুই একা বিরাজ করে
ঘুম কিবা হোক নিদ,
যতই থাকি কষ্ট দুখে
তার স্মৃতিটা জড়ায় সুখে
আমার সে উমিদ।
পায় ফিরে কেউ ক্ষণিক বাদে
কেউ ফিরে পায় না,
মনটা আমার চায়গো যাকে
তার স্মৃতি রোজ চুপটি ডাকে
হারাতে চায় না।
যে থাকে রোজ মনটা জুড়ি
ভুলে কি তার স্মৃতির ঝুড়ি
গোপন রাখা যায়,
দিন কিবা মাস কিংবা বছর
নাই সে পড়ুক একটি নজর
চোখের কিনারায়।
সে তো থাকে মনের ঘরে
শুধুই একা বিরাজ করে
ঘুম কিবা হোক নিদ,
যতই থাকি কষ্ট দুখে
তার স্মৃতিটা জড়ায় সুখে
আমার সে উমিদ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
GoutamSamanta ১৩/০১/২০১৫Darun
-
এস,বি, (পিটুল) ১১/০১/২০১৫ভালো লাগলো, ।
আমার পাতায় আসবেন সাকি দা,, -
স্বপন রোজারিও(১) ১০/০১/২০১৫সুন্দর