কী বলি ভাই
অভিনয়ের মঞ্চ এ দেশ
ছল চাতুরি ভরা,
এক লুকাতে আরেকটা বেশ
দেয় না তবু ধরা।
পাক্কা সবাই বেশ বদলে
যার যে কাজই হোক না,
খুব গোপনে চায় মুখে তার
কাঙ্খিত যে লোকমা।
তাইতো সবার চোখ ফিরাতে
নাটক করে মিছে,
কাজ শেষ হওয়ার পরে জানুক
আসল কি তার পিছে।
সোনার দেশের মঞ্চে যার আজ
পদটা যতই দামি,
তার চাতুরি নিখুঁত দেখায়
কেউ করে চামচামি।
বাংলাদেশে মীর জাফরের
বীজ আছে কি বোনা,
সোনার এ দেশ চোরে ভরপুর
ওরাই কি সব সোনা।
ছল চাতুরি ভরা,
এক লুকাতে আরেকটা বেশ
দেয় না তবু ধরা।
পাক্কা সবাই বেশ বদলে
যার যে কাজই হোক না,
খুব গোপনে চায় মুখে তার
কাঙ্খিত যে লোকমা।
তাইতো সবার চোখ ফিরাতে
নাটক করে মিছে,
কাজ শেষ হওয়ার পরে জানুক
আসল কি তার পিছে।
সোনার দেশের মঞ্চে যার আজ
পদটা যতই দামি,
তার চাতুরি নিখুঁত দেখায়
কেউ করে চামচামি।
বাংলাদেশে মীর জাফরের
বীজ আছে কি বোনা,
সোনার এ দেশ চোরে ভরপুর
ওরাই কি সব সোনা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইদুর রহমান ৩০/১২/২০১৪
ভালো লাগলো কবিতাটি।
শুভেচ্ছা রইলো।