কেমন ছবি আঁকবো
১লা ভাদ্র,১৪২১ বঙ্গাব্দে লেখা
আজ শরতের যাত্রা শুরু
হালকা বিষ্টি সাথে,
বিকেল হতেই মেঘের মেয়ে
কান্না পায় থামাতে।
আকাশ গাঙে ছিলো কিনা
ডিঙ্গি সাদা মেঘের,
চলছে কিনা তাও জানি না
বায়ূ হালকা বেগের।
কাশফুলেদের নায়ে কি গান
চড়ুই গেয়েছিল,
শিউলি খোপায় জাফরানী রং
কেউ কি মেখেদিল।
পাইনি সময় এসব দেখার
জন্য আমি আজকে,
স্মৃতির খাতায় আঁকাছিল
শরৎ রানীর সাজকে।
সেই ছবিটাই আবার এঁকে
এ্যালবামে কি রাখবো,
না কি রানীর নতুন সাজের
নতুন রঙকে মাখবো।
বলছে যে মন রাত পেরিয়ে
আসুক আরেকটা দিন,
শরৎ কেমন পুরান নাকি
নতুন সাজে হাসিন।
আজ শরতের যাত্রা শুরু
হালকা বিষ্টি সাথে,
বিকেল হতেই মেঘের মেয়ে
কান্না পায় থামাতে।
আকাশ গাঙে ছিলো কিনা
ডিঙ্গি সাদা মেঘের,
চলছে কিনা তাও জানি না
বায়ূ হালকা বেগের।
কাশফুলেদের নায়ে কি গান
চড়ুই গেয়েছিল,
শিউলি খোপায় জাফরানী রং
কেউ কি মেখেদিল।
পাইনি সময় এসব দেখার
জন্য আমি আজকে,
স্মৃতির খাতায় আঁকাছিল
শরৎ রানীর সাজকে।
সেই ছবিটাই আবার এঁকে
এ্যালবামে কি রাখবো,
না কি রানীর নতুন সাজের
নতুন রঙকে মাখবো।
বলছে যে মন রাত পেরিয়ে
আসুক আরেকটা দিন,
শরৎ কেমন পুরান নাকি
নতুন সাজে হাসিন।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
একনিষ্ঠ অনুগত ০৪/০৯/২০১৪সুন্দর...
-
সুরজিৎ সী ০২/০৯/২০১৪শুভেচ্ছা রইল
-
স্বপন রোজারিও(১) ০১/০৯/২০১৪সুন্দর হয়েছে বেশ!
কাটে না কবিতার রেশ। -
মঞ্জুর হোসেন মৃদুল ০১/০৯/২০১৪ভাল লাগল।