হতাশ কেন
সামনে যেতে চাই মনোবল
যে যা বলে বলতে থাক,
হিংসাগুনে পুড়ে ওদের
জীবন হয়ে যাক না খাক।
নিজের কথা বলতে পারো
দুঃখ সুখে পাও যাকে,
থাক না দূরে হূদয় যদি
তোমায় সাড়া দেয় ডাকে॥
কেউ না থাকুক তবু তুমি
লক্ষ্য পানে চালাও পা,
যেতেই হবে পাহাড় ফেলে
হিমালয়ও কিচ্ছু না॥
সৃষ্টি সেরা তুমি কেনো
হাতকে রাখো গুটিয়ে,
সব কিছুতে তোমার ছোঁয়ায়
সৌন্দর্য দাও ফুটিয়ে॥
#Joshim_bin_shofiq ।আমার এক প্রিয় বন্ধু।সে খুব হতাশ।পাশের কেউ উৎসাহ দেয়া তো দূরের কথা,নিরুৎসাহিত করতেই নাকি বেশি মজা পায়।তাকে উদ্দেশ্য করে তার স্ট্যাটাসে মন্তব্যটা করেছি।অন্য কারো উপকার হলে আরো ভালো।
যে যা বলে বলতে থাক,
হিংসাগুনে পুড়ে ওদের
জীবন হয়ে যাক না খাক।
নিজের কথা বলতে পারো
দুঃখ সুখে পাও যাকে,
থাক না দূরে হূদয় যদি
তোমায় সাড়া দেয় ডাকে॥
কেউ না থাকুক তবু তুমি
লক্ষ্য পানে চালাও পা,
যেতেই হবে পাহাড় ফেলে
হিমালয়ও কিচ্ছু না॥
সৃষ্টি সেরা তুমি কেনো
হাতকে রাখো গুটিয়ে,
সব কিছুতে তোমার ছোঁয়ায়
সৌন্দর্য দাও ফুটিয়ে॥
#Joshim_bin_shofiq ।আমার এক প্রিয় বন্ধু।সে খুব হতাশ।পাশের কেউ উৎসাহ দেয়া তো দূরের কথা,নিরুৎসাহিত করতেই নাকি বেশি মজা পায়।তাকে উদ্দেশ্য করে তার স্ট্যাটাসে মন্তব্যটা করেছি।অন্য কারো উপকার হলে আরো ভালো।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কবি মোঃ ইকবাল ১৫/০৭/২০১৪মুগ্ধ হলাম লিখনীতে। বেশ সুন্দর ভাবনার লিখনী। শুভেচ্ছা রইলো কবি।
-
সুরজিৎ সী ১৫/০৭/২০১৪ভালো লাগলো।
শুভেচ্ছা রইল কবি। -
আবু সাহেদ সরকার ১৫/০৭/২০১৪সুন্দরের প্রকাশ কবিতাটি কবি। ভালো লাগলো পড়ে।