বিষ্টি এসো
আয় বিষ্টি ঝেঁপে
তুই কি আছিস খেপে
কিসের এত রাগ,
মুখ নিয়ে মেঘ লেপে
থাকিস না আর জাগ।
তুইতো মেঘের মেয়ে
নাচিস খুশি পেয়ে
কোন সে খুশি বল,
তোর খুশিকে ধরতে
বানাই নতুন কল।
লাগবে কি বল নুপুর
কিংবা অলস দুপুর
নাচবি সুখে তুই,
ছন্দে ঝুমুর ঝুমুর
সিক্ত হবে ভুঁই।
বিষ্টিরে তুই আয় না
করিস না আর বায়না
ধরা কর শীতল,
রাগ যেনো আর পায় না
দে নামিয়ে ঢল।
তুই কি আছিস খেপে
কিসের এত রাগ,
মুখ নিয়ে মেঘ লেপে
থাকিস না আর জাগ।
তুইতো মেঘের মেয়ে
নাচিস খুশি পেয়ে
কোন সে খুশি বল,
তোর খুশিকে ধরতে
বানাই নতুন কল।
লাগবে কি বল নুপুর
কিংবা অলস দুপুর
নাচবি সুখে তুই,
ছন্দে ঝুমুর ঝুমুর
সিক্ত হবে ভুঁই।
বিষ্টিরে তুই আয় না
করিস না আর বায়না
ধরা কর শীতল,
রাগ যেনো আর পায় না
দে নামিয়ে ঢল।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
এস,বি, (পিটুল) ০৯/০৬/২০১৪চ স ৎ ক া র কবিতা।
-
রেজাউর রাতুল ০৯/০৬/২০১৪ছড়াটা অনেক সুন্দর হইছে
-
আবু সাহেদ সরকার ০৯/০৬/২০১৪দারুন কাব্যের ছটা। আমার পাতায় আসবেন।
-
কবি মোঃ ইকবাল ০৯/০৬/২০১৪চমৎকার ভাবনার কাব্য।
-
এস ইসলাম ০৯/০৬/২০১৪ভালো লাগলো