মন কি জিনিস
মনটা যে কি?দেখতে কেমন?
কেউ কি পারো বলতে,
আঘাত কি তার কেউ দেখেছ?
কিংবা দুখে জ্বলতে?
কার ভালো মন তিক্ত কেবা?
বোঝা কি যায় দেখে?
হাসি খুশি কেউ তো থাকে
দুঃখ গোপন রেখে।
মন ভালো কি তিক্ত এখন
হোক না যেমন খুশি,
সুস্থ না কি অসুস্থ তা
যায় কি রাখা পুষি?
একসাথে রোজ চলছো তবু
নাই বা যদি বোঝো,
দাও ছেড়ে দাও এমন সাথি
অন্যকে যাও খোঁজো।
লাগলো কি চোট একটুখানি
মোচর দিলো মনে,
তাও ভালো না ছড়াইনি যে
মুক্তা উলুবনে।
বন্ধুরা সব ভাবছো এসব
প্রলাপ গাঁজাখোরের,
ভাবতে থাকো বুঝবে সেদিন
ছিড়লে বাঁধন ডোরের।
আজ এখানে টানছি ইতি
সবাই থেকো ভালো,
মনকে চিনে মানুষ চিনো
নয়তো সব হারালো।
কেউ কি পারো বলতে,
আঘাত কি তার কেউ দেখেছ?
কিংবা দুখে জ্বলতে?
কার ভালো মন তিক্ত কেবা?
বোঝা কি যায় দেখে?
হাসি খুশি কেউ তো থাকে
দুঃখ গোপন রেখে।
মন ভালো কি তিক্ত এখন
হোক না যেমন খুশি,
সুস্থ না কি অসুস্থ তা
যায় কি রাখা পুষি?
একসাথে রোজ চলছো তবু
নাই বা যদি বোঝো,
দাও ছেড়ে দাও এমন সাথি
অন্যকে যাও খোঁজো।
লাগলো কি চোট একটুখানি
মোচর দিলো মনে,
তাও ভালো না ছড়াইনি যে
মুক্তা উলুবনে।
বন্ধুরা সব ভাবছো এসব
প্রলাপ গাঁজাখোরের,
ভাবতে থাকো বুঝবে সেদিন
ছিড়লে বাঁধন ডোরের।
আজ এখানে টানছি ইতি
সবাই থেকো ভালো,
মনকে চিনে মানুষ চিনো
নয়তো সব হারালো।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
এস,বি, (পিটুল) ০৫/০৬/২০১৪
-
কবি মোঃ ইকবাল ০৫/০৬/২০১৪মনকে আসলে ভালোভাবে চেনা মুশকিল। মন কখনো স্থির থাকে না।
আমার পাতায় আমন্ত্রন রইলো।