www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

সৃষ্টিগুণ যার

সৃষ্টিগুণ আল্লাহরই
আল্লাহ তায়ালা আমাদের সৃষ্টি করেছেন।শুধু কি তাই!সমস্ত প্রয়োজনীয় জিনিসও বানিয়েছেন।চারপাশে সমস্ত কিছুতো তারই সৃষ্টি।অফুরন্ত তাঁর নিয়ামত।তাঁর সৃষ্টির কোনো সদৃশ নেই।প্রত্যেকটি অন্যটি থেকে পৃথক।একই গাছে দুটি পাতার মাঝে কোনো মিল নেই।যদিও একই শিকড় দিয়ে পানি আসে।একই খাদ্যরস সব পাতায় যায়।তবুও কোনোটা ছোট,আবার কোনোটা বড়,একটা লম্বা,অন্যটা খাটো।এমনিভাবে একই গাছের ফুল একটি অন্যটি থেকে পৃথক।একই মা-বাবার সন্তান একেকজন একেকরকম হয়ে থাকে।কেউ ফর্সা,আবার কেউবা কালো।কারো মুখটা গোল,কারো বা লম্বা।প্রত্যেক জিনিস অন্যটা থেকে পৃথক করে বানিয়েছেন।অনেকে বলে,মানুষও এখন অনেক কিছু বানায়।মানুষ আসলে সৃষ্টি করতে পারে না।তৈরি করতে পারে।সৃষ্টি ও তৈরি এক জিনিস নয়।কারণ সৃষ্টি যা অন্যের সাহায্য ছাড়া সম্ভব।আর মানুষ তো উপকরণ ছাড়া কোনো কিছু আবিষ্কারে সম্পূর্ণ ব্যর্থ।সুতরাং সৃষ্টির রুপরস সব আমার আল্লাহলরই অপরুপ সৃষ্টি।আর কারো নয়।
রোজনামচা প্রতিযোগিতায় প্রথম স্থান প্রাপ্ত
প্রকাশের সময়ঃ- মে ২০০৯ ঈসায়ি
পত্রিকার নামঃ- মাসিক পাথেয়
সম্পাদকঃ- ফরীদ উদ্দিন মাসঊদ।
বিষয়শ্রেণী: অন্যান্য
ব্লগটি ১১১৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৭/০৩/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

 
Quantcast