সাজাই জন্মভূমি
সাজাই জন্মভূমি
তুমিও পারো আমিও পারি
সবাই পারি বেশ,
সবার স্বপ্ন সমান হলে
গড়বে স্বর্ণ দেশ।
নতুন হাতে দেশ গড়াতে
সবাই বেঁধে দল,
সাহস বুকে দুঃখ সুখে
এগিয়ে সবে চল।
ঐতো বিজয় আর দূরে নয়
পড়বে পায়ে চুমি,
এসো সবাই মিলে সাজাই
সাধের জন্মভূমি।
প্রকাশের সময়ঃ- মে ২০০৯ ঈসায়ি
পত্রিকার নামঃ- মাসিক আল-হক
সম্পাদকঃ- এম.এম.ফুরকানুল্লাহ খলীল।
লেখার তারিখঃ- ১৫ই মার্চ,২০০৯ ঈসায়ি।
তুমিও পারো আমিও পারি
সবাই পারি বেশ,
সবার স্বপ্ন সমান হলে
গড়বে স্বর্ণ দেশ।
নতুন হাতে দেশ গড়াতে
সবাই বেঁধে দল,
সাহস বুকে দুঃখ সুখে
এগিয়ে সবে চল।
ঐতো বিজয় আর দূরে নয়
পড়বে পায়ে চুমি,
এসো সবাই মিলে সাজাই
সাধের জন্মভূমি।
প্রকাশের সময়ঃ- মে ২০০৯ ঈসায়ি
পত্রিকার নামঃ- মাসিক আল-হক
সম্পাদকঃ- এম.এম.ফুরকানুল্লাহ খলীল।
লেখার তারিখঃ- ১৫ই মার্চ,২০০৯ ঈসায়ি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শাহ্ আলম শেখ শান্ত ২৪/০৩/২০১৪ভাল লেগেছে