ফেব্রুয়ারির আহবান
ফেব্রুয়ারির আহবান
বাংলা ভাষার জন্য শহিদ হলো যারা,
তাদের স্মৃতি ভুলি নাই আজো মোরা।
মাতৃভাষার জন্য যারা দিয়েছিল প্রাণ বিসর্জন,
একুশেতে বিশ্ববাসি করে তাদের স্মরণ।
যাদের ত্যাগে বাংলাভাষা এত মর্যাদা পেল,
তাদের যে এক লক্ষ্য ছিল সেটা কোথায় গেল
আসুন মোরা সবাই মিলে হয়ে যাই একাকার,
তবেই তো মিটবে ভাই শহিদদের হাহাকার।
আমার প্রথম লেখা।এটাই ছাপাও হয়েছে প্রথম।২০০৬ঈসায়ির ফেব্রুয়ারিতে মাসিক কওমীকণ্ঠ-এ।পত্রিকার সম্পাদক গোলাম মোস্তফা।লেখার তারিখঃ-০৩/০১/০৬ঈসায়ি।
বাংলা ভাষার জন্য শহিদ হলো যারা,
তাদের স্মৃতি ভুলি নাই আজো মোরা।
মাতৃভাষার জন্য যারা দিয়েছিল প্রাণ বিসর্জন,
একুশেতে বিশ্ববাসি করে তাদের স্মরণ।
যাদের ত্যাগে বাংলাভাষা এত মর্যাদা পেল,
তাদের যে এক লক্ষ্য ছিল সেটা কোথায় গেল
আসুন মোরা সবাই মিলে হয়ে যাই একাকার,
তবেই তো মিটবে ভাই শহিদদের হাহাকার।
আমার প্রথম লেখা।এটাই ছাপাও হয়েছে প্রথম।২০০৬ঈসায়ির ফেব্রুয়ারিতে মাসিক কওমীকণ্ঠ-এ।পত্রিকার সম্পাদক গোলাম মোস্তফা।লেখার তারিখঃ-০৩/০১/০৬ঈসায়ি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।