মন যে জুড়ায়
চারদিকে নবসাজ
চলছে বদল,
এসেছে ঋতুরাজ
জাগছে সকল।
মরাপাতা ঝরে পড়ে
নতুন গজায়,
সজীবতা এলো ফিরে
ফের এ ধরায়।
ফুটেছে নানান ফুল
আজ ফাগুনে,
লাল পলাশ ও শিমুল
রাঙা খুনে।
আম লিচু জাম শাখে
বোল দেখা যায়,
কোকিল কুহু ডাকে
মন যে জুড়ায়।
চলছে বদল,
এসেছে ঋতুরাজ
জাগছে সকল।
মরাপাতা ঝরে পড়ে
নতুন গজায়,
সজীবতা এলো ফিরে
ফের এ ধরায়।
ফুটেছে নানান ফুল
আজ ফাগুনে,
লাল পলাশ ও শিমুল
রাঙা খুনে।
আম লিচু জাম শাখে
বোল দেখা যায়,
কোকিল কুহু ডাকে
মন যে জুড়ায়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।