সব হবে নতুন
কোকিল ডেকে কুহুকুহু
দেয় জানিয়ে আজ,
চারপাশে আজ হচ্ছে বদল
এলো ঋতুরাজ।
গাছে গাছে নতুন পাতা
দিচ্ছে উঁকি মুকুল,
ডালে ডালে ফুলের মালা
পলাশ ও শিমুল।
কৃষ্ঞচূড়া হাসলো শাখে
লালিমা তার গায়,
সুখের বার্তা দিয়ে সাথে
দখিন বায়ূ বায়।
ভোমরা চলে সুর যে তুলে
আনন্দে গুনগুন,
জরাজীর্ণ সরিয়ে ফেলে
সব হবে নতুন।
দেয় জানিয়ে আজ,
চারপাশে আজ হচ্ছে বদল
এলো ঋতুরাজ।
গাছে গাছে নতুন পাতা
দিচ্ছে উঁকি মুকুল,
ডালে ডালে ফুলের মালা
পলাশ ও শিমুল।
কৃষ্ঞচূড়া হাসলো শাখে
লালিমা তার গায়,
সুখের বার্তা দিয়ে সাথে
দখিন বায়ূ বায়।
ভোমরা চলে সুর যে তুলে
আনন্দে গুনগুন,
জরাজীর্ণ সরিয়ে ফেলে
সব হবে নতুন।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।