স্বাধীনতা দিবস
একাত্তরের পঁচিশে মার্চ
রাত হলে নীরব,
নিরীহ মানুষ শান্ত হয়ে
ঘুমিয়েছিল সব।
পাকবাহিনীর সৈন্য এসে
বেয়োনেটের খোঁচায়,
নির্বিচারে হত্যা করে
রক্তে হাত রাঙায়।
ছাব্বিশে মার্চ দেয় জানিয়ে
মোরা আজ স্বাধীন,
জালেম শাহীর করতলে
থাকবো না অধীন।
অবাক হল জগতবাসী
দেখে এত সাহস,
সেই স্মরণে ছাব্বিশে মার্চ
স্বাধীনতা দিবস।
রাত হলে নীরব,
নিরীহ মানুষ শান্ত হয়ে
ঘুমিয়েছিল সব।
পাকবাহিনীর সৈন্য এসে
বেয়োনেটের খোঁচায়,
নির্বিচারে হত্যা করে
রক্তে হাত রাঙায়।
ছাব্বিশে মার্চ দেয় জানিয়ে
মোরা আজ স্বাধীন,
জালেম শাহীর করতলে
থাকবো না অধীন।
অবাক হল জগতবাসী
দেখে এত সাহস,
সেই স্মরণে ছাব্বিশে মার্চ
স্বাধীনতা দিবস।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রাশেদ আহমেদ শাওন ০৬/০৩/২০১৪ভালো লাগল