ঋতুরাজ বসন্ত
সাজছে সবাই নতুন সাজে
বাসন্তী রঙ মেখে,
আসলো এখন ঋতুর রাজা
পুরান ফেলে রেখে।
যার পরশে আবার সবার
সজীব হল প্রাণ,
আনন্দে তাই গাইলো কোকিল
কণ্ঠে মধুর গান।
সাজলো বাগান নানান রঙে
ফুটলো কত ফুল,
ছুটলো ভ্রমর নতুন ঢঙে
আনন্দে মশগুল।
এমন বদল যার কারণে
হচ্ছে দিগন্ত,
বসলো আবার সিংহাসনে
ঋতু বসন্ত।
বাসন্তী রঙ মেখে,
আসলো এখন ঋতুর রাজা
পুরান ফেলে রেখে।
যার পরশে আবার সবার
সজীব হল প্রাণ,
আনন্দে তাই গাইলো কোকিল
কণ্ঠে মধুর গান।
সাজলো বাগান নানান রঙে
ফুটলো কত ফুল,
ছুটলো ভ্রমর নতুন ঢঙে
আনন্দে মশগুল।
এমন বদল যার কারণে
হচ্ছে দিগন্ত,
বসলো আবার সিংহাসনে
ঋতু বসন্ত।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।