সুখ আবেশে
সুখ আবেশে
ফয়জুল্লাহ সাকি
পাখির ডাক আর সবুজ ভরা
পাহাড় চূড়ায় ঐ,
পৌঁছে দেখি ছুঁইতে আকাশ
মন যে খুঁজে মই।
এক পাহাড়ের চূড়ায় থেকে
অন্য গুলোর শির,
হাতছানি দেয় পৌঁছতে সেথা
মন করে অধির।
আমি ও তাই স্বান্তনা দিই
শোন পাহাড় সব,
আমরা মানুষ ইচ্ছে হলেই
সব করি সম্ভব।
তোমার ডাকে সাড়া দিতে
মন উতলা খুব,
কিন্তু দেখো ফিরতে বাড়ি
সূর্য যে দেয় ডুব।
দিচ্ছি কথা আবার আমি
আসবো এ দেশে,
সবুজ ছোঁয়ায় ভরিয়ে নেব
মন সুখ আবেশে।
ফয়জুল্লাহ সাকি
পাখির ডাক আর সবুজ ভরা
পাহাড় চূড়ায় ঐ,
পৌঁছে দেখি ছুঁইতে আকাশ
মন যে খুঁজে মই।
এক পাহাড়ের চূড়ায় থেকে
অন্য গুলোর শির,
হাতছানি দেয় পৌঁছতে সেথা
মন করে অধির।
আমি ও তাই স্বান্তনা দিই
শোন পাহাড় সব,
আমরা মানুষ ইচ্ছে হলেই
সব করি সম্ভব।
তোমার ডাকে সাড়া দিতে
মন উতলা খুব,
কিন্তু দেখো ফিরতে বাড়ি
সূর্য যে দেয় ডুব।
দিচ্ছি কথা আবার আমি
আসবো এ দেশে,
সবুজ ছোঁয়ায় ভরিয়ে নেব
মন সুখ আবেশে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।