একুশ সার্বজনিন
তেরোশত ঊনষাটের
দিন আটই ফাল্গুন,
মায়ের ভাষার জন্য ঢালে
রাজপথে লাল খুন।
প্রাণের চেয়ে দাম যে বেশি
মায়ের কোলের বোল,
রফিক শফিক তাইতো বাজায়
দীপ্ত শ্লোগান ঢোল।
অত্যাচারির বিরুদ্ধে তাই
সাহসি ঐ মুখ,
শির উঁচিয়ে বুলেট গুলো
গ্রহণ করে বুক।
তাদের ত্যাগে সার্বজনিন
দিবস একুশে,
বাঙালিরা হুজুক পাগল
সবাই বেহুশে।
দিন আটই ফাল্গুন,
মায়ের ভাষার জন্য ঢালে
রাজপথে লাল খুন।
প্রাণের চেয়ে দাম যে বেশি
মায়ের কোলের বোল,
রফিক শফিক তাইতো বাজায়
দীপ্ত শ্লোগান ঢোল।
অত্যাচারির বিরুদ্ধে তাই
সাহসি ঐ মুখ,
শির উঁচিয়ে বুলেট গুলো
গ্রহণ করে বুক।
তাদের ত্যাগে সার্বজনিন
দিবস একুশে,
বাঙালিরা হুজুক পাগল
সবাই বেহুশে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।