সাধ একুশের
একুশ মানে খুন রাঙা পথ
হার না মানা দীপ্ত শপথ
বাঙালিরই গৌরব,
বিশ্বের কোটি হূদ কুটিরে
মাখা তারই সৌরভ।
মায়ের মুখের মিষ্টি যে সুর
বাজায় কানে সুখের নুপুর
দুখ ও সুখের মাঝে,
প্রাণ ও প্রাণে বাঁধলো বাঁধন
জীবন ভোর ও সাঁঝে।
মূল প্রেরণা বিজয় ভোরের
বাঁক ঘুরাতে জীবন মোড়ের
স্বাধীনতার বীজ সে,
সার্বজনীন দিবস সে তাই
আজকে সারা বিশ্বে।
লাল সবুজের স্বাধীন এ দেশ
ইতিহাসে কীর্তি অশেষ
একুশের অবদান,
পূর্ণ করো শহীদের সাধ
মুছে দাও অপমান।
হার না মানা দীপ্ত শপথ
বাঙালিরই গৌরব,
বিশ্বের কোটি হূদ কুটিরে
মাখা তারই সৌরভ।
মায়ের মুখের মিষ্টি যে সুর
বাজায় কানে সুখের নুপুর
দুখ ও সুখের মাঝে,
প্রাণ ও প্রাণে বাঁধলো বাঁধন
জীবন ভোর ও সাঁঝে।
মূল প্রেরণা বিজয় ভোরের
বাঁক ঘুরাতে জীবন মোড়ের
স্বাধীনতার বীজ সে,
সার্বজনীন দিবস সে তাই
আজকে সারা বিশ্বে।
লাল সবুজের স্বাধীন এ দেশ
ইতিহাসে কীর্তি অশেষ
একুশের অবদান,
পূর্ণ করো শহীদের সাধ
মুছে দাও অপমান।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।