ছুটবে কি মন
বাঘেও কাঁপে মাঘের শীতে
এমন শীতের রাতে,
যার জুটে না পাতলা কাঁথাও
যে থাকে ফুটপাতে।
রেলওয়ে প্লাটফরমে যারা
ঘুমায় জড়োসড়,
কিংবা যারা পায় না খুঁজে
গা ঢাকা কাপড়ো।
আর যে থাকে ঝুপড়ি ঘরে
গায় জড়িয়ে কিছু,
শীত কি কেবল হন্যে হয়ে
ঘোরে ওদের পিছু।
যাদের আছে শীতের কাপড়
শরীর গরম রাখে,
শীত কি ওদের ভয়ে ভীত
না পালিয়ে থাকে।
শীতের কাছে সবাই কাবু
পায় নাতো কেউ ছাড়,
তাই বাড়াবে বস্ত্র শীতের
প্রতি বছর তোমার।
মানবতার তিল পরিমাণ
তোমার যদি থাকে,
মনটা ঠিকই ছুটবে জানি
বস্ত্রহীনের ডাকে।
এমন শীতের রাতে,
যার জুটে না পাতলা কাঁথাও
যে থাকে ফুটপাতে।
রেলওয়ে প্লাটফরমে যারা
ঘুমায় জড়োসড়,
কিংবা যারা পায় না খুঁজে
গা ঢাকা কাপড়ো।
আর যে থাকে ঝুপড়ি ঘরে
গায় জড়িয়ে কিছু,
শীত কি কেবল হন্যে হয়ে
ঘোরে ওদের পিছু।
যাদের আছে শীতের কাপড়
শরীর গরম রাখে,
শীত কি ওদের ভয়ে ভীত
না পালিয়ে থাকে।
শীতের কাছে সবাই কাবু
পায় নাতো কেউ ছাড়,
তাই বাড়াবে বস্ত্র শীতের
প্রতি বছর তোমার।
মানবতার তিল পরিমাণ
তোমার যদি থাকে,
মনটা ঠিকই ছুটবে জানি
বস্ত্রহীনের ডাকে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সায়েম খান ২৩/০১/২০১৪চমৎকার কবিতা ...। মন ছুঁয়ে গেল।