আসল খুশি
ঐতিহাসিকের ঐক্যমত
বারো তারিখ ওফাত,
জন্ম তারিখ নিয়ে আছে
মতের অনেক তফাত।
সোমবার নিয়ে নেই মতভেদ
জন্ম ইন্তেকালে,
দ্বিপ্রহরের আগে বিদায়
জন্ম ঊষাকালে।
তবুও দেখি বারো তারিখ
মিলাদ পালন করে,
ইচ্ছে মতো ঈদ বানিয়ে
নতুন দ্বীন এক গড়ে।
আসল প্রেমিক সাহাবারা
দ্বীনের যে মাপকাঠি,
তাদের সাথে না মিলে যা
কেমনে ভাবো খাঁটি।
নবীর আগমনে খুশির
প্রকাশ তখন হবে,
জীবন পথে সুন্নতি সাজ
থাকে যদি তবে।
বারো তারিখ ওফাত,
জন্ম তারিখ নিয়ে আছে
মতের অনেক তফাত।
সোমবার নিয়ে নেই মতভেদ
জন্ম ইন্তেকালে,
দ্বিপ্রহরের আগে বিদায়
জন্ম ঊষাকালে।
তবুও দেখি বারো তারিখ
মিলাদ পালন করে,
ইচ্ছে মতো ঈদ বানিয়ে
নতুন দ্বীন এক গড়ে।
আসল প্রেমিক সাহাবারা
দ্বীনের যে মাপকাঠি,
তাদের সাথে না মিলে যা
কেমনে ভাবো খাঁটি।
নবীর আগমনে খুশির
প্রকাশ তখন হবে,
জীবন পথে সুন্নতি সাজ
থাকে যদি তবে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মুরাদ হাছান ১৬/০১/২০১৪very well